Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / জামালপুরে সমবায় সমিতিতে অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জামালপুরে সমবায় সমিতিতে অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ

May 08, 2025 09:37:54 PM   অনলাইন ডেস্ক
জামালপুরে সমবায় সমিতিতে অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ

“আমাদের বাঁচতে দাও, আমাদের টাকা ফেরত দাও” -এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য আমানতকারী স্থানীয় এক সমবায় সমিতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে এ বিক্ষোভে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা ওই সমবায় সমিতিতে কষ্টার্জিত অর্থ জমা রেখেছেন। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও তারা তাদের আমানতের টাকা ফেরত পাচ্ছেন না। অনেকেই জীবনের শেষ সম্বল হিসেবেই এই অর্থ রেখেছিলেন, যা ফেরত না পাওয়ায় তারা চরম দুশ্চিন্তা ও অর্থনৈতিক সংকটে পড়েছেন।

বিক্ষোভকারীরা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের জমাকৃত অর্থ ফেরতের নিশ্চয়তা প্রদান করা হোক।

এ বিষয়ে সমবায় কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছেন এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।