Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / জম্মু-কাশ্মীরে ডিজিপির গলাকাটা দেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জম্মু-কাশ্মীরে ডিজিপির গলাকাটা দেহ উদ্ধার

October 05, 2022 05:06:05 AM   আন্তর্জাতিক ডেস্ক
জম্মু-কাশ্মীরে ডিজিপির গলাকাটা দেহ উদ্ধার

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল অব প্রিজন (ডিজিপি) হেমন্ত কুমার লোহিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। জম্মুর উদাইওয়ালা এলাকায় বাড়ি থেকেই তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আগুনে পোড়ার দাগ রয়েছে। ৫৭ বছর বয়সী লোহিয়া ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।   লস্কর-ই-তাইয়্যেবার ভারতীয় শাখা পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফোর্স (পিএএফএফ) হেমন্ত কুমার লোহিয়াকে হত্যার দায় স্বীকার করেছে। লোহিয়ার বাড়ির পরিচারক ইয়াসির পলাতক রয়েছে। তাকেই মূল অপরাধী বলে সন্দেহ করা হচ্ছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ইয়াসির জম্মু ও কাশ্মীরের রামবান জেলার বাসিন্দা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে, সন্ত্রাসবাদী সংগঠন পিএএফএফ বলেছে, আমাদের বিশেষ স্কোয়াড জম্মুর উদাইওয়ালায় একটি গোয়েন্দাভিত্তিক অভিযান চালিয়েছে। পুলিশের কারা বিভাগের ডিজিএইচকে লোহিয়াকে খতম করেছে।
পিএএফএফ জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সব জঙ্গি হামলার দায় নিয়েছে। এ ধরনের আরো হাই-প্রফাইল অপারেশন চালানোর হুমকি দিয়ে তারা বলেছে, যেকোনো সময় এবং যেকোনো জায়গায় নির্ভুলভাবে তারা আঘাত করতে পারে। জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং বলেছেন, সন্দেহজনক পরিস্থিতিতে হেমন্ত লোহিয়ার দেহ পাওয়া গেছে। ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত চালিয়ে এটিকে হত্যাকাণ্ড বলেই অনুমান করা হচ্ছে। লোহিয়ার পরিচারক পলাতক রয়েছে। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। এরই মধ্যে ঘটনাস্থলে গেছে ফরেনসিক দল। তদন্তপ্রক্রিয়া শুরু হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। জম্মু ও কাশ্মীর পুলিশ পরিবার তাদের জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুর জন্য শোক ও গভীর দুঃখ প্রকাশ করছে।
জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং বলেছেন, অপরাধের ধরন দেখে মনে হচ্ছে যে হত্যাকারী প্রথমে লোহিয়াকে শ্বাসরোধে হত্যা করেছিল এবং তার গলা কাটার জন্য একটি ভাঙা সসের বোতল ব্যবহার করেছিল। পরে লোহিয়ার দেহে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে সে।