
শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪ টায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান এবং বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সোলায়মান, এবং সঞ্চালনায় ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ খালেদ মিয়া।
সভায় সোলায়মান জজ বলেন, “লিগ্যাল এইড আমাদের আইন-টাই। আমাদের প্যানেলে ৫৫ জন আইনজীবী রয়েছে, যার মধ্যে অনেক সিনিয়র আইনজীবী আছেন। নতুন আইনজীবীদের সংখ্যা সীমিত।” তিনি আরও বলেন, “আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ অনুযায়ী আমরা কীভাবে লিগ্যাল এইড দেবো এবং কাকে দেবো, তা নির্ধারণ করা হয়েছে। বিচারক ও আইনজীবীদের সমন্বয়ের মাধ্যমে লিগ্যাল এইড দেওয়ার কাজ সম্ভব।”
তিনি আরও করেন, “জেলা পর্যায়ের কমিটিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা রয়েছেন। প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে লিগ্যাল এইড অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের উদ্দেশ্য বিরোধ নিষ্পত্তি করা, মামলা তৈরিতে উৎসাহ দেওয়া নয়। আমাদের সমাজে বিরোধ আপসের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করতে হবে, কারণ মামলার জয়-পরাজয়ের কারণে সামাজিক বিরোধ তৈরি হয়।”
সভায় আরো উপস্থিত ছিলেন, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত শরীয়তপুর মোহাম্মদ শেখ হাফিজুর রহমান, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল বাসার মিয়া, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।