
গাজীপুর সংবাদদাতা:
জাতীয় শ্রমিক লীগের গাজীপুর মহানগরের আওতাধীন বাসন থানা কমিটি অনুমোদন করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর, বুধবার গাজীপুর মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এমএ কাদের, মোঃ সৈয়দ আব্দুল জলিল, মোঃ মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
অনুমোদিত কমিটিতে রয়েছেন, সভাপতি পদে মো. সোবহান, সহ-সভাপতি পদে মোঃ রফিকুল ইসলাম (১৭নং ওয়ার্ড), সহ-সভাপতি মোঃ রাসেল গাজী, সহ-সভাপতি শাজাহান খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন( মাইজ ভান্ডারী), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সদস্য মোঃ মিজানুর রহমান ও সদস্য মোঃ বাদশা খান।
জানা যায়, ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি জাতীয় শ্রমিক লীগ বাসন থানা কমিটি গঠন করার জন্য ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস মহামারিরসহ নানা কারনে যথা সময়ে কমিটি স্থগিত করা হয়। দীর্ঘ সময় পর গত বুধবার এ কমিটি অনুমোদন দেন মহানগর নেতৃবৃন্দ।