Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / জুড়ীতে বিএনপির স্মরণসভা ও দোয়া মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জুড়ীতে বিএনপির স্মরণসভা ও দোয়া মাহফিল

August 30, 2024 09:24:47 PM   জেলা প্রতিনিধি
জুড়ীতে বিএনপির স্মরণসভা ও দোয়া মাহফিল

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে বিএনপির উদ্যোগে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর জাঙ্গীরাই জামে মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ সুধন মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাসুম রেজা। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর এবং যুবকল্যাণ পরিষদের সভাপতি মুকুদ্দুস হোসেন প্রমুখ।

এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকাবাসী, যুবসমাজ এবং বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।