Date: May 11, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জুয়া খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জুয়া খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

April 06, 2024 09:39:02 PM   উপজেলা প্রতিনিধি
জুয়া খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

শরীয়তপুর (জাজিরা) প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় ‘জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বে’ দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০'টি বসতঘরে ভাঙচুর ও প্রায় অর্ধশত ককটেল (হাতবোমা) বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার (৬-এপ্রিল) দুপুরে জাজিরা পৌরসভার ফকির কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে গত বুধবার (৩-এপ্রিল) রাতে জুয়া খেলা নিয়ে দ্বন্দ্ব হয় ঐ এলাকার সরদার বাড়ির চান্দু সরদারের ছেলে সুমন সরদার (২৬) ও ফকির বাড়ির নুরুল হক ফকিরের ছেলে আবু সুফিয়ান ফকির (৪৩) এর সাথে। পরদিন বৃহস্পতিবার (৪-এপ্রিল) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আবু সুফিয়ান ফকিরকে কুপিয়ে যখন করে সরদার বাড়ির লোকজন। ঘটনার পর থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।

এদিকে এই ঘটনায় সরদার বাড়ির বেশ কয়েকটি ঘর ভাঙচুর করা হয়েছে। কয়েকটি ঘরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এরফলে ঘরের বেড়া ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, জাজিরা পৌরসভার ফকির কান্দি (২-নং ওয়ার্ড) এলাকার সরদার ও ফকির গোষ্ঠীর লোকজন উভয়ই সমান প্রভাবশালী। আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের লোকজন প্রায়শই মারামারিতে লিপ্ত হয়।

এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ছয়টি তাজা ককটেল ও কিছু দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করেছে। এই ঘটনায় কনো হতাহতের খবর পাননি বলে নিশ্চিত করেছেন তিনি। তবে কাউকে আটক করা হয়েছে কি না এবিষয়ে কিছু জানাননি।