Date: May 21, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ডোমার উপজেলা পেল প্রথম নারী চেয়ারম্যান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডোমার উপজেলা পেল প্রথম নারী চেয়ারম্যান

May 10, 2024 06:09:03 PM   উপজেলা প্রতিনিধি
ডোমার উপজেলা পেল প্রথম নারী চেয়ারম্যান

চিলাহাটি প্রতিনিধি, নীলফামারী:
ডোমার উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ডোমার উপজেলা পরিষদে এই প্রথমবারের মতো মহিলা প্রার্থী সরকার ফারানা আখতার সুমি বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছে।

সরকার ফারহানা আখতার সুমি পেয়েছে ৩১৪২১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহমেদ পেয়েছে ২৩১৩৪ ভোট। মদনমোহন পিন্টু পেয়েছে ২৩০২৬ ভোট। মনজুরুল হক চৌধুরী পেয়েছে ৯৮০৭ ভোট। আব্দুল মালেক পেয়েছে ৬৯৩৫ ভোট। রাকিব আহসান প্রধান পেয়েছে ৪৯৬৭ ভোট । মনোয়ার হোসেন পেয়েছে ২২৯৩ ভোট। এহসানুল হক পেয়েছে ১৮৬৮ ভোট।

ডোমার উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৫টি, ভোটার সংখ্যা ২,০৭,৫৫৮টি এরমধ্যে মোট ভোটার উপস্থিত হয় ১০৬২৩১ টি।

বুধবার ৮ই মে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪ টা পর্যন্ত । ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন সে জন্য উপজেলার সব স্থানে ৬ স্থরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি, আনসার সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করে।