
ঝিনাইগাতী সংবাদদাতা:
শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্যাসিফিক চিত্রাঙ্কণ প্রতিযোগিতা’২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টা সময় দি-প্যাসিফিক ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দি-প্যাসিফিক ক্লাব কর্তৃক আয়োজিত এবারের চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী নিয়ে পৃথক তিন বিভাগে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষার্থীরা তাদের নিপুন হাতের ছোঁয়ায় ছবি আঁকার মধ্যদিয়ে ফুটিয়ে তুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি। এছাড়াও শহীদ মিনার সহ জাতীয় বিভিন্ন চিত্রাঙ্কন। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ।
দি-প্যাসিফিক ক্লাবের সভাপতি ও ‘অ্যাডভেঞ্চচার অব সুন্দর বন’ সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েলের সভাপতিত্বে ও প্যাসিফিক ক্লাবের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রোকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মরহুম এমএ বারীর পুত্র আওয়ামী লীগ নেতা মুহসিনুল বারী রুমি, ঝিনাইগাতী সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম, চিত্রশিল্পি আহমেদ নেওয়াজ, অভিনেতা প্রাণ রায়, চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলী, অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ।
অতিথিদের বক্তব্যে শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার সেরা ৩০ জনকে সম্মাননা পত্র, ক্রেস্ট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।