
ঝিনাইগাতী সংবাদদাতা:
শেরপুরের ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বাস্তবায়ন এবং প্রাণিসম্পদ ও ডেইড়ি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)প্রাণিসম্পদ অধিদপ্তর মন্ত্রণালয় সহযোগিতায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রাণিসম্পদ প্রদর্শনীর মেইন ফটকে লাল ফিতা কেটে ও পায়ড়া উড়িয়ে উদ্বোধন করা হয়। ৩৫'টি স্টল প্রদর্শনী করা হয়। স্টল গুলো পরিদর্শন শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ (এলডিডিপি) কর্মকর্তা শওকত আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
মূখ্য আলোচকের বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ।
আরও উপস্থিত ছিলেন- ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক মো. আবুল কাশেম, উপজেলা মৎস্য অফিসার দিলরুবা আকতার লাকী. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, খামারিদের পক্ষ থেকে খুদ্র খামারি আনোয়ার হোসেন প্রমুখ।