
ঝিনাইগাতী সংবাদদাতা:
শেরপুরের ঝিনাইগাতীতে দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত এবারের হিফজুল কোরআন প্রতিযোগিতায় উত্তির্ন হয় ৩০ জন। তার মধ্য সেরা ৩ জন হাফেজ স্বর্ণপদক লাভ করেন।
এছাড়াও ওই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করায় আরও ৩ জনকে রৌপ্য পদক এবং বাকি ২৪ জনকে স্পেশাল ক্রেস্ট উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮ টায় ঝিনাইগাতী দারুল কুরআন মাদ্রাসা চত্বরে শায়েখ মুসা সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত কলেজ রোড, দারুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মুফতি খালিছুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি মনজুর আলম ফয়েজী, হাফেজ ক্বারী আবু তালহা বিন আবু বক্কর সিদ্দিক হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। বিশেষ অতিথি ছিলেন, মুফতি শিহাব উদ্দিন,হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম,মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা আমিরুল, ইসলাম,মাওলানা ইউসুফ আকন্দ।
পরিচালনা ও পরিবেশনায় ছিলেন, হাফেজ ক্বারী আহমাদ বিন সিরাজ, হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান, ক্বারী বি.এম রিয়াদুর রহমান রিয়াদ প্রমুখ।