Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ঝালকাঠি প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝালকাঠি প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 22, 2025 09:15:32 PM   অনলাইন ডেস্ক
ঝালকাঠি প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী ইমরান শাহরিয়া, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জামায়াতের জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, ব্যবসায়ী শামসুল ইকরাম পিরু, ফেরদৌস হোসেন টিটু ও সনাকের সাবেক সভাপতি কামরুন্নেছা আজাদ।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম। ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।