
ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। এতে ২৫ মার্চ ও ২৬ মার্চের কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় রাজাপুর-কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ আলম, রাজাপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন এবং সর্বস্তরের জনগণকে এতে সম্পৃক্ত করার আহ্বান জানান।