Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ঝালকাঠিতে যুবদল নেতার বাসায় গ্রিল কেটে স্বর্ণ ও টাকা চুরি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝালকাঠিতে যুবদল নেতার বাসায় গ্রিল কেটে স্বর্ণ ও টাকা চুরি

April 03, 2025 02:07:32 PM   অনলাইন ডেস্ক
ঝালকাঠিতে যুবদল নেতার বাসায় গ্রিল কেটে স্বর্ণ ও টাকা চুরি

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুরে এক যুবদল নেতার বাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের আকছুর ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।

চোররা থাই গ্লাস ভেঙে জানালার গ্রিল কেটে প্রায় ৭ ভরি স্বর্ণ ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী যুবদল নেতা রুস্তম আলী হাওলাদারের ছেলে আমিনুল হাওলাদার জানান, বুধবার বাসায় তালা দিয়ে পরিবারের সবাই পুরাতন বাড়িতে ঈদ উপলক্ষে দাওয়াত খেতে যান। আনুমানিক রাত ১১টার দিকে বাসায় ফিরে দরজা খুলে ঘরে প্রবেশ করেন এবং দেখেন, ঘরের মালপত্র এলোমেলো, স্টিলের আলমারি খোলা। সেখানে থাকা এক জোড়া স্বর্ণের হাতের বালা, এক জোড়া স্বর্ণের দুল, ছয়টি স্বর্ণের আংটি, ছয়টি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের লকেটসহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রায় ৭ ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ লক্ষাধিক টাকা নেই। রাত ৮টা থেকে ১০টার মধ্যে অজ্ঞাত চোরচক্র জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এসব স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে গেছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, গ্রিল কেটে চুরির অভিযোগ পেয়েছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।