Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / টাইগারদের হাতে বাংলাওয়াশ বিশ্ব চ্যাম্পিয়নরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টাইগারদের হাতে বাংলাওয়াশ বিশ্ব চ্যাম্পিয়নরা

March 15, 2023 02:57:27 AM   নিজস্ব প্রতিবেদক
টাইগারদের হাতে বাংলাওয়াশ বিশ্ব চ্যাম্পিয়নরা

ওবায়দুল হক বাদল:
টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিলো স্বাগতিক বাংলাদেশ। তৃতীয় ম্যাচেও হার ঠেকাতে পারল না বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১৬ রানের জয় নিয়ে ইংলিশদের হোয়াইটওয়াশ করল টাইগাররা। ম্যাচের শুরুতে নেমে ২০ ওভারে ২ উইকেটে ১৫৮ রান তুলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৪২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।
ক্রিকেটের দুই ফরম্যাটেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদেরকেই নিজেদের মাটিতে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করল বাংলাদেশ। অবশ্য ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড। কিন্তু চট্টগ্রামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের শুরুটাই ভালো হয়নি সফরকারীদের। সে ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ১-০তে এগিয়ে যায় সাকিবরা। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেন হাথুরুসিংহের শিষ্যরা। তাই তৃতীয় ম্যাচ জিতে ইংলিশদের হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল।
সেই লক্ষ্যে নেমে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাট করতে নেমে দুই ওপেনারের কল্যাণে ভালো সূচনা পায় স্বাগতিকরা। ওপেনিং জুটিতে আসে ৫৫ রান। আদিল রশিদের করা বলে ব্যক্তিগত ২৪ রানে আউট হন রনি। এরপর দ্বিতীয় উইকেটে খেলতে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইংলিশ বোলারদের শাসন করতে থাকেন ওপেনার লিটন দাস। এ সময় দুজন মিলে মাত্র ৫৮ বলে গড়েন ৮৪ রানের জুটি। এই জুটির ৪৮ রান আসে লিটনের ব্যাট থেকে, লিটন দেখা পান হাফ সেঞ্চুরিরও। ১০ চার ও ২ ছক্কার ইনিংসে ৫৭ বলে ৭৩ রান করেন লিটন, শেষ ৮ বলে অবশ্য করেন কেবল ৩ রান। ক্রিস জর্ডানের স্লোয়ারে মিড-উইকেটে পাতা ফাঁদে পা দেন লিটন। ততক্ষণে লড়াকু সংগ্রহের ভিত পেয়ে যায় টাইগাররা। পরে দলনেতা সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান নাজমুল হোসেন শান্ত। ৩ রানের জন্য ফিফটির দেখা পাননি তিনি। ৩৬ বলে অপরাজিত থাকেন ৪৭ রানে। আর ৬ বলে ৪ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। নিজের অভিষেক ম্যাচে খেলতে নেমেই ইংলিশ ওপেনার ফিল সল্টকে সাজঘরে ফিরিয়েছেন তানভীর ইসলাম। শুরুতেই হোচট খেলেও সামলে নেয় ওপেনার ডেভিড মালান ও দলনেতা জস বাটলার।দ্বিতীয় উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করতে থাকেন তারা। এ সময় দুজন মিলে গড়েন ৯৫ রানের জুটি। ম্যাচটি হেসেখেলেই বের করে নিয়ে আসছিলেন ডেভিড মালান আর জস বাটলার। জয়ের সুবাস পাচ্ছিলো ইংলিশরা।
কিন্তু মোস্তাফিজুর রহমানের করা ইনিংসের ১৪তম ওভারে শততম শিকার হন ডেভিড মালান। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ব্যক্তিগত ৫৩ রানে কটবিহাইন্ড হন মালান। পরের বলেই বাটলারকে রান আউট করেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ থ্রো করেছিলেন কাভার থেকে। ডিরেক্ট হিটে স্টাম্প ভেঙে জ্বলে উঠে লাল বাতি। রান আউট হওয়া বাটলারের ব্যাট থেকে আসে ৪০ রান। 
এরপর আর কেউই বাংলাদেশের জয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেননি। এক ওভার পরে জোড়া উইকেট তুলে নেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ৯ রানে মঈন আলি ও ১১ রানে ফেরেন বেন ডাকেট। আর মাথা তুলে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। স্যাম কুরান করেন ৪ রান। আর ১৩ রানে ওকস ও ২ রানে জর্ডার অপরাজিত থাকেন। 
২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডের ইনিংস থামে ১৪২ রানে। বাংলাদেশ জয় পায় ১৬ রানে। বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াস করে এক প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশ। 
৪ ওভারে ২৬ রান দেওয়া তাসকিন আহমেদ নেন ২ উইকেট। অভিষিক্ত তানভীর আহমেদ ২ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট, সাকিব আল হাসান ৪ ওভারে ৩০ রান দিয়ে একটি ও মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৪ রান দিয়ে এক উইকেট নেন। এই সিরিজের আগে বেশ কিছু পরিবর্তন এসেছিল বাংলাদেশ দল। সেসবকে যেন কার্যকর প্রমাণ করলো সিরিজটি।  
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ২০ ওভারে ১৫৮/২ (লিটন ৭৩, শান্ত ৪৭; রশিদ ২৩/১, জর্ডান ২১/১)
ইংল্যান্ড ২০ ওভারে ১৪২/৬ (মালান ৫৩, বাটলার ৪০; তাসকিন ২৬/২, মোস্তাফিজ ১৪/১)
ফলাফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী
সিরিজ: বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয়ী
ম্যাচ সেরা: লিটন দাস (বাংলাদেশ)
সিরিজ সেরা: নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)