
আশিকুর রহমান, গাজীপুর:
ফরিদপুর জেলা থেকে অপহৃত এক স্কুল শিক্ষার্থীকে গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে গাজীপুর জেলা ডিবি পুলিশ। অভিযানে অপহরণকারী জয়নাল (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ওই ছাত্রী ফরিদপুর জেলার একটি উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। গ্রেফতারকৃত জয়নাল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাওয়ানা গ্রামের ইউনুস শেখের ছেলে।
গাজীপুর জেলা পুলিশ শুক্রবার দুপুরে জানায়, ছাত্রীটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে রাস্তা থেকে অপহৃত হয়। তদন্তে জানা যায়, টিকটকে জয়নালের সাথে তার পরিচয় হয়, এরপর জয়নাল তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় জয়নাল তাকে অপহরণ করে। এ ঘটনার পর ছাত্রীর বাবা ফরিদপুরের বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে কালিয়াকৈর থানার মৌচাকের জুদিরচালা থেকে অপহরণকারী জয়নালকে গ্রেফতার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।