
টাঙ্গাইল সংবাদদাতা:
‘মাহে রমজানের অঙ্গীকার, ঐক্যবদ্ধ জাতি গরবো এবার’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ইফতার মাহফিল করেছে হেযবুত তওহীদ। টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের উদ্যোগে শুক্রবার বাসাইল উপজেলায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের প্রচার সম্পাদক মো. মামুন রানার সঞ্চালনায় ও বাসাইল উপজেলার সভাপতি মো. সাদিকুল ইসলাম রতনের সভাপতিত্বেেএতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদিন। তিনি আলোচনায় সিয়াম পালনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, টাঙ্গাইল জেলা সভাপতি হাবিব মিয়া, সাধারণ সম্পাদক মো. মামুন পারভেজ, কালিহাতী উপজেলা সভাপতি মো. ফেরদৌস আলম মুন্না, বাসাইল উপজেলার সাবেক সভাপতি মনোয়ার খান প্রমুখ। সভার শুরুতে কোরআন তিলাওয়াত ও দোয়া পাঠ করেন ডা. আলমগীর হোসেন।
ইফতার মাহফিলের এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আলোচনার পর দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার শেষে জামাতে সালাহ আদায়ের মাধ্যমে উক্ত ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা হয়।