টাঙ্গাইল জেলা শহরে হেযবুত তওহীদের উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট ২০২৩) টাঙ্গাইল জেলা শহরে “সমগ্র মানবজাতির সংকট ও পরিত্রাণের পথ” হ্যান্ডবিলটি সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয় টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সদস্যরা। গণসংযোগে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঢাকা মহানগর আমির ডা. মাহবুব আলম মাহফুজ, টাঙ্গাইল জেলা আমীর মো. হাবিবুর রহমান, ঢাকা জেলা আমীর মো. ইউনুস, গাজীপুর মহানগর আমীর মো. শহিদুল ইসলাম ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।