Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

টঙ্গীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

June 13, 2023 06:51:39 PM   উপজেলা প্রতিনিধি
টঙ্গীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

গাছা প্রতিনিধি, গাজীপুর:
টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের এসএসসি ২০২২ এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধা কর্নার উদ্বোধন অনুষ্ঠান শনিবার বিকেল সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের মাঠে অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক মোঃ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সাংসদ সদস্য যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর হাজী মোঃ বিল্লাল হোসেন মোল্লা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ইলিয়াস আহম্মেদ, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ফজলুর হক, সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান আবুল কাশেম, সাবেক অধ্যক্ষ মোঃ কাজী জাফর ইকবাল, অভিভাবক সদস্য মুনসুরুল ইসলাম মিলন, শিক্ষক প্রতিনিধি ইলিয়াস উদ্দিন আখন্দ, মোস্তফা কামাল, প্রভাষক মোঃওমর ফারুক, মোঃ বেলায়েত হোসেন, শেখ জামাল উদ্দিন, আব্দুল্লাহ আল আনসার, জান্নাতুল আকরাম, মোঃতোফাজ্জল হোসেন, গোলাম কিবরিয়া, হারুন অর রশীদ, মঞ্জুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক জি এম ফারুক, সুলতান উদ্দিন মোল্লা, মোঃ মজিবুর রহমান, মাহফুজুল রহমান, মাওলানা আব্দুল রহিম, মাওলানা মঞ্জুর মোরশেদ, আবুল কালাম আজাদ, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম নাহিদ, টঙ্গী কলেজ ছাত্রলীগের আহবায়ক সেলিম খান, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শিশির, মিরাজুল রহমান রায়হান, শাহজাদা সেলিম লিটন প্রমুখ।

আলোচনা সভা শেষে ২০২২সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্বোধনা ক্রেস্ট বিতরণ ও নব নির্মিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কনার উদ্বোধন করা হয়েছে।