Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গীতে ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু

February 15, 2025 07:36:14 PM   উপজেলা প্রতিনিধি
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মরিয়ম আক্তার তারিন (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন। শনিবার সকালে বনমালা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারিন টঙ্গীর বনমালা এলাকার আলামিন জাফরুলের স্ত্রী।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বনমালা রেলগেট পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তারিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, "ট্রেনের ধাক্কায় এক নারী মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"