Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গীতে সিএনজি, অটোরিকশা ও লেগুনা থেকে চাঁদাবাজিকালে গ্রেফতার ৮ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টঙ্গীতে সিএনজি, অটোরিকশা ও লেগুনা থেকে চাঁদাবাজিকালে গ্রেফতার ৮

May 01, 2024 06:18:04 PM   জেলা প্রতিনিধি
টঙ্গীতে সিএনজি, অটোরিকশা ও লেগুনা থেকে চাঁদাবাজিকালে গ্রেফতার ৮

আশিকুর রহমান, গাজীপুর:
ভয়ভতী প্রদর্শন করে সিএনজি, লেগুনা এবং অটোরিকশা থেকে চাঁদা উত্তোলনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর ডিবি পুলিশ (দক্ষিণ)। গত মঙ্গলবার গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তবে অভিযানের সময় আরো ৭ জন কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে ডিবি। চাঁদাবাজির এ ঘটনায় অটোরিকশা চালক হাসেম মিয়া বাদী হয়ে গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলেন, রফিকুল ইসলাম রতন (৩৮), মোঃ ফজলুল হক (৬৪), মোঃ সেলিম (২৭), মোঃ রমজান আলী (৩৮), সেলিম আহমেদ (৪৪), জান শরীফ (৫১), মোঃ মিন্টু মিয়া (১৯), মোঃ জাকির হোসেন (৪৬)।

পলাতকরা হলেন- সাদ্দাম(৩৩), আল-আমিন(৩৫), শাহাবুদ্দীন@জাপানি(৬০), খোরশেদ(৫০), সেলিম সিকদার @বিকাশ সেলিম (৩৪), আলম(৩৫), স্বপন(৪৫)।

গাজীপুর মহানগর ডিবি পুলিশ (দক্ষিণ) জানায়, চাঁদাবাজরা টঙ্গী স্টেশন রোড এলাকার সিএনজি, অটোরিকশা এবং লেগুনা চালকদের মেরে ফেলার ভয় দেখিয়ে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা উত্তোলন করে আসছিল। পরবর্তীতে চাঁদাবাজীর শিকার এসব চালকরা ডিবি পুলিশের সাহায্য প্রার্থনা করলে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ৮ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। এ সময় আরো ৭ জন চাঁদাবাজ কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে চাঁদাবাজীর সাত হাজার সাতশত ষাট টাকা উদ্ধার করা হয়। চাঁদার টাকার জন্য চাঁদাবাজরা উক্ত এলাকায় কৃত্রিম যানযটের সৃষ্টি করতো বলেও জানায় ডিবি।