
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে সংবাদের জের ধরে মহিন উদ্দিন রিপন নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। হুমকির শিকার সাংবাদিক মহিন উদ্দিন রিপন গ্লোবাল টিভি ও কালবেলা পত্রিকার টঙ্গী প্রতিনিধি।
এ ঘটনায় সাংবাদিক মহিন উদ্দিন রিপন গাজীপুর মহানগরের টঙ্গী থানায় একটি জিডি দায়ের করেন। জিডি নং টঙ্গী পূর্ব থানা ৩৮১ তাং ০৬/০৩/২৩ ইং।
জিডিতে বলা হয়, টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি গ্রামের শ্রাবন আহম্মেদ সুমন ও ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু মিলে মোবাইলে ফোনে বাদীকে খুন জখম ও হত্যার হুমকি দেয়। জিডিতে বিবাদীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানহানিকর প্রচারণার অভিযোগ করেন বাদী।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল ইসলাম বলেছেন, জিডি হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।