Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গীতে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার, গ্রেফতার ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টঙ্গীতে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার, গ্রেফতার ২

August 12, 2022 06:43:43 AM  
টঙ্গীতে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার, গ্রেফতার  ২

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে অটোরিক্সা সহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি)'র টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন তারাটেক্স গার্মেন্টসের সামনে থেকে তাদের গ্রেফতার করে। এসময় ছিনতাই হওয়া একটি অটোরিক্সা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো- রাসেল(২৫) ও ওলি (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে অটোরিক্সা ছিনতাই হওয়ার খবর পুলিশ জানতে পারে। পরবর্তীতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে, টঙ্গী পশ্চিম থানাধীন তারাটেক্স গার্মরন্টসের সামনে থেকে অটোরিক্সা ও ছিনতাইকারী চক্রেরের দুই সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ একটি চাকু ও কসটেপ উদ্ধার করে। এ বিষয়ে, টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়।