Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ট্র্যাব অ্যাওয়ার্ড অর্জন করায় সিআরএ সভাপতি সোহাগকে সংবর্ধনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ট্র্যাব অ্যাওয়ার্ড অর্জন করায় সিআরএ সভাপতি সোহাগকে সংবর্ধনা

February 11, 2025 07:35:05 PM   অনলাইন ডেস্ক
ট্র্যাব অ্যাওয়ার্ড অর্জন করায় সিআরএ সভাপতি সোহাগকে সংবর্ধনা

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিনকে ২৬তম ট্র্যাব অ্যাওয়ার্ডে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিআরএর কার্যালয়ে সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক রুমেন চৌধুরীর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক আল মামুন, মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি শহীদুল ইসলাম, সিআরএর সহ-সভাপতি মো. রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. রুবেলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সোহাগ আরেফিন বলেন, "প্রতিটা এওয়ার্ডই গৌরবের, যা কাজের অগ্রগতিতে সহায়তা করে। ট্র্যাব ৩০ বছর ধরে গণমাধ্যমের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সম্মাননা পেয়ে আমি গর্বিত।"

এছাড়া অনুষ্ঠানে দৈনিক নবচেতনা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আমিনুল হক শাহীনকেও সংবর্ধনা দেওয়া হয়।