Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় সংসদের নির্বাচনী তৎপরতায় মনোনয়ন প্রত্যাশীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় সংসদের নির্বাচনী তৎপরতায় মনোনয়ন প্রত্যাশীরা

July 08, 2023 03:03:22 PM   উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় সংসদের নির্বাচনী তৎপরতায় মনোনয়ন প্রত্যাশীরা

এএইচ লিটন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁও-৩ পীরগঞ্জ ও রানীশংকৈল একাংশ আসনটিতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের তৎপরতা বেড়েছে। সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

এদিকে আওয়ামী লীগ, ১৪ দলীও মহাজোট এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাগণ নিজ নিজ জোটের মনোনয়ন লাভের আশায় কেন্দ্রীয় নেতাদের সাথে লবিং করছে। মাঠ পর্যায়ে ভিন্ন ভিন্ন সভা-সমাবেশ সদস্য সংগ্রহের মধ্যদিয়ে শুভেচ্ছা বিনিময়, ফেস্টুন সোভা বর্ধণ, কর্মী সভায় গণসংযোগ, কৌশলী নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মাঠ পর্যায় ও তথ্য বিবরণীতে জানা যায়, এ আসনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, আওয়ামী লীগ থেকে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রবিউল ইসলাম রবি, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও পীরগঞ্জ উপজেল পূজা উদযাপন পরিষদের সভাপতি অধক্ষ্য গোপাল চন্দ্র রায়।

জাপার- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এমপি হাফিজ উদ্দীন আহাম্মেদ, ওয়ার্কাস পার্টির- জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী। বিএনপির- পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ। এছাড়াও জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী আন্দোলন, এনপিপি, বিএনএফ পার্টির নেতাও নির্বাচন করার প্রত্যাশায় প্রহর গুণছেন।

এ আসনে পীরগঞ্জ উপজেলার ১টি পৌরসভা, ১০ টি ইউনিয়ন ও রানীশংকৈল উপজেলার একটি পৌরসভা, ৬টি ইউনিয়নস্তে মোট ভোটার ৩ লাখ ১ শত ১৮ জন। পুরুষ ১ লাখ ৫২ হাজার ১ শত ৫১ জন ও মহিলা ১ লাখ ৪৭ হাজার ৯ শত ৬৭ জন ভোটার।