Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ড. শহীদ উজ জামানকে ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ড. শহীদ উজ জামানকে ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা

July 13, 2023 06:38:58 PM   জেলা প্রতিনিধি
ড. শহীদ উজ জামানকে ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা

ঠাকুরগাঁও প্রতিনিধি:
দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানকে ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার কনফারেন্স রুমে সমগ্র বাংলাদেশে সেবা ও কল্যাণমুলক কাজে অবদান রাখার জন্য তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার সভাপতিত্বে বক্তব্য দেন, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব উজ জামান,  নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আব্দুল কাইয়ুম চৌধুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, ইএসডিও’র কর্মকর্তা ও ডিএফএ’র সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, কাউন্সিলর আতাউর রহমান, দ্রৌপদী দেবী আগারওয়ালা, নাজিরা আক্তার সপ্না প্রমুখ।

অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, ইএসডিও’র বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ সময় ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানকে সমগ্র বাংলাদেশে সেবা ও কল্যাণমুলক কাজে অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।