Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ডোমারে সরকারি সার বিক্রির অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডোমারে সরকারি সার বিক্রির অভিযোগ

July 02, 2023 06:46:34 PM   উপজেলা প্রতিনিধি
ডোমারে সরকারি সার বিক্রির অভিযোগ

চিলাহাটি সংবাদদাতা, নীলফামারী:
ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ থেকে কৃষকদের জন্য ফ্রি বিতরণকৃত সরকারি সার কালোবাজারে বিক্রি কালে এলাকাবাসী ভ্যানসহ ৮ বস্তা সার আটক করার অভিযোগ উঠেছে। আটককৃত সার গুলি উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে চিলাহাটি বাজারের লাইক আলীর বাড়ির সামনে সড়কে ঘটনাটি ঘটে।

স্থানীয় হাসিব ও মনসুর আলী সহ উপস্থিত আরও অনেকে বলেন, উপজেলা কৃষি  অফিস থেকে চলতি মৌসুমে কৃষকদের মাঝে ফ্রি সার বিতরণের জন্য ৩২ বস্তা বিভিন্ন রাসায়নিক সার দেওয়া হয়। উক্ত সার গুলি দীর্ঘদিন থেকে ইউনিয়ন পরিষদ হলরুমে পরে থাকে। সারের জন্য কৃষকরা পরিষদে ঘোরাঘুরি করলেও তা কৃষকদের মাঝে বিতরণ করা হয়নি। সার গুলি কৃষকদের মাঝে বিতরণ না করে শুক্রবার রাতে ২৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করা হয়। বাকি ৮ বস্তা সার শনিবার দুপুরে ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের হল রুম থেকে চেয়ারম্যানের একান্ত অফিস সহকারি রাকিবুল ভ্যানযোগে কাওলা চৌরাস্তার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় উপস্থিত গরিব কৃষকরা আটক করে উপজেলা নির্বাহী অফিসার কে সংবাদ দেয়। ঘটনাটি নিয়ে উক্ত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাকদিরুল আহসান সোহেল চোরাও হয়ে আটককৃত কৃষকদের  সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। ইয়ে নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনার স্থলে এসে উক্ত সার গুলি জব্দ করে চেয়ারম্যানের জিম্মায় রেখে দেয়।

ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, সারগুলি দুইদিন আগে কৃষকদের মাঝে  বিতরণ করা হয়েছে। কৃষকরা উক্ত স্যারের স্লিপ যাদের কাছে বিক্রি করেছে তারাই একযোগে সার নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, সারগুলি জব্দ করে চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।