Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

February 20, 2025 12:53:33 AM   অনলাইন ডেস্ক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষক মোতাহার হোসেনের পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকালে চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে মহাসড়কের চন্দ্রা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।

শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি স্কুলের গণিত বিভাগের শিক্ষক মোতাহার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ওই শিক্ষকের পদত্যাগ দাবি করেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায়, বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা স্কুলের পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এর ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর দুপুর ১২টার দিকে সড়কে যানচলাচল স্বাভাবিক হতে থাকে।

স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস জানান, শিক্ষকদের পদত্যাগের দাবিতে সকালে ক্লাস থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা। তবে পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা ক্লাসে ফিরে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, “শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছিল। খবর পেয়ে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”