Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ঢাকা থেকে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দিলেন প্রধান উপদেষ্টা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকা থেকে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দিলেন প্রধান উপদেষ্টা

January 21, 2025 11:18:11 AM   অনলাইন ডেস্ক
ঢাকা থেকে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দিলেন প্রধান উপদেষ্টা

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সফরসঙ্গীদের নিয়ে যাত্রা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম জানিয়েছেন, এ সফরে অধ্যাপক ইউনূস জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

এছাড়া, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ড. অ্যাগনেস ক্যালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-আইওয়ালার সঙ্গেও বৈঠক করবেন তিনি।

ডব্লিউইএফে বাংলাদেশ নিয়ে একটি বিশেষ সংলাপ অনুষ্ঠিত হবে। এই সংলাপে বৈশ্বিক ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করবেন।

আগামী ২৫ জানুয়ারি অধ্যাপক ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে।