Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঢাকা-৪ আসনের ৭টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকা-৪ আসনের ৭টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

July 24, 2023 10:44:39 PM   দেশেরপত্র ডেস্ক
ঢাকা-৪ আসনের ৭টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

এসএম জাহিদুল:
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও ঢাকা- ৪ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট সানজিদা খানম।

রোববার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্যামপুর ও কদমতলী থানার সাতটি ওয়ার্ডের ত্রি - বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও বিগত দিনের সন্ত্রাসী তৎপরতা এ দেশে আর মেনে নেওয়া হবে না। সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে । এতে কেউ বাধা প্রদান করলে আওয়ামী লীগ তথা অঙ্গ সংগঠনের সকল কর্মী তা প্রতিহত করবে।

এদিন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কদমতলী থানার ৫২, ৫৩, ৫৮ ও ৫৯ নং ওয়ার্ড এবং শ্যামপুর থানার ৪৭, ৫১, ও ৫৪ নং ওয়ার্ডের  ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক তারেক সাঈদের সঞ্চালনায় আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিষেশ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী মোঃ শহীদুল্লাহ লিটন, দেবাশীষ বিশ্বাস, গোলাম সারওয়ার মামুন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মোবাশ্বের হোসেন, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন, দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মহানগর এর অন্তর্গত থানার নেতৃবৃন্দ এবং সম্মেলনে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ ও কর্মীরা।