
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল।
বুধবার (১৪ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন বলেন, “ছাত্রদলকে পরিকল্পিতভাবে টার্গেট কিলিংয়ের মাধ্যমে দমন করার চেষ্টা চলছে। সাম্য ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাহসী মুখ। তাকে ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে তিনি বলেন, “ঢাবি উপাচার্য শিষ্টাচারবিরোধী আচরণ করেছেন—আমরা তার পদত্যাগ দাবি করছি।”
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়।
ছাত্রদলের নেতাকর্মীরা এই ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে সারাদেশে ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।