Date: May 19, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারে গাফিলতির প্রতিবাদে রাবিতে মশাল মিছিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারে গাফিলতির প্রতিবাদে রাবিতে মশাল মিছিল

May 18, 2025 09:15:31 PM   অনলাইন ডেস্ক
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারে গাফিলতির প্রতিবাদে রাবিতে মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ. এফ. রহমান হল ছাত্রদল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি ও মূল ঘাতকসহ সকল আসামীদের দ্রুত গ্রেফতারের আওতায় আনার দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

রোববার (১৯ মে) সন্ধ্যা ৭টায় রাবি ছাত্রদলের দলীয় টেন্ট থেকে উক্ত মশাল মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

এসময় তারা 'আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই', আমার ভাই খবরে, খুনি কেন বাহিরে', অ্যাকশান অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান', জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো' ,রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়', আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না', ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস', ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে।

মশাল মিছিল শেষে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে টার্গেট কিলিং করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাম্য'র হত্যাকারীদের দ্রুত গ্ৰেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিলের আয়োজন করেছে। সাম্য'র হত্যাকারীদের দ্রুত বিচার না হলে আগামীতে এই মশাল মিছিলের আগুন যমুনাতে গিয়ে পৌঁছাবে।

আরেক যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, শাহারিয়ার আলম সাম্যকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হলেও প্রশাসন এর কোনো যথাযথ ব্যাবস্থা নেয়নি। ঢাবি প্রশাসন যদি এই হত্যার বিচার করতে না পারে তাহলে ঢাবি উপাচার্যকে এই মূহুর্তে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই আপনারা যদি বিচার করতে না পারেন তাহলে আপনাদেরকেও আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হবে। রাবি ছাত্রদল দ্রুত আরও কঠোর কর্মসূচির মাধ্যমে সাম্য হত্যার বিচার আদায় করবে।

রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, সাম্য ছিলো জুলাইয়ের সম্মুখ যোদ্ধা। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে হয়েছে। সাম্যের পায়ের রগে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন কে বা কারা এই রগের রাজনীতি করে। তাদেরকে হুশিয়ার করে বলতে চাই, নতুন বাংলাদেশে আপনাদের এই রগ কাটার রাজনীতি সাধারণ মানুষ মেনে নিবে না। দেশের সকল জনগণের কাছে আহ্বান জানাই, সাম্যের বিচার দ্রুত কার্যকর করার জন্য রাস্তায় নেমে আসার জন্য।

তিনি আরো বলেন, সাম্য হত্যার বিচার দ্রুত কার্যকর না করলে রাবি শাখা ছাত্রদল ঢাকা থেকে রাজশাহীকে বিচ্ছিন্ন করে দিবে। এছাড়াও আজকের এই মশাল মিছিল রাবি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাবে।

মশাল মিছিলে রাবি ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।