Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সংগঠন সংবাদ / তাওহীদ প্রকাশনীর সুধাচোরের নষ্ট সময়-কলির ফাঁদে নারীসহ ৪টি বইয়ের মোড়ক উম্মোচন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

তাওহীদ প্রকাশনীর সুধাচোরের নষ্ট সময়-কলির ফাঁদে নারীসহ ৪টি বইয়ের মোড়ক উম্মোচন

February 25, 2023 05:24:36 AM   নিজস্ব প্রতিনিধি
তাওহীদ প্রকাশনীর সুধাচোরের নষ্ট সময়-কলির ফাঁদে নারীসহ ৪টি বইয়ের মোড়ক উম্মোচন

প্রকাশিত হয়েছে কবি ও সাহিত্যিক রিয়াদুল হাসানের লেখা ‘সুধাচোরের নষ্ট সময়’ ও ‘যদি জাগে প্রাণ’ নামে  দুটি কবিতার বই। শুক্রবার বিকেলে অমর একুশে বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। বই দুটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা তওহীদ প্রকাশন।

এদিন অমর একুশে বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই দুটির মোড়ক উন্মোচন করেন দেশবরেণ্য কথাসাহিত্যিক মোহিত কামাল।

এছাড়াও একই অনুষ্ঠানে তওহীদ প্রকাশন থেকে প্রকাশিত 'আরেকটি বিশ্বযুদ্ধ' ও 'কলির ফাঁদে নারী' নামক দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এরমধ্যে আরেকটি বিশ্ব যুদ্ধ বইটি লিখেছেন সাংবাদিক ও কথা সাহিত্যিক ওবায়দুল হক বাদল এবং কলির ফাঁদে নারী বইটি লিখেছেন কথা সাহিত্যিক ইলা ইয়াসমিন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক সচিব জাফর আহমেদ, তওহীদ প্রকাশনের স্বত্ত্বাধিকারী এসএম সামসুল হুদা, কবিতার বই দুটির লেখক রিয়াদুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফর রহমান জয়, কবি ও সাহিত্যিক লুৎফর রহমান স্বদেশী, দৈনিক দেশেরপত্রের সহকারী সাহিত্য সম্পাদক রাকীব আল হাসান, কলির ফাঁদে নারী বইয়ের লেখিকা ও কথা সাহিত্যিক ইলা ইয়াছমিন, আরেকটি বিশ্বযুদ্ধ বইয়ের লেখক ও কথা সাহিত্যিক ওবায়দুল হক বাদল প্রমুখ।