Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / তেঁতুলিয়ায় পুকুর থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তেঁতুলিয়ায় পুকুর থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

April 08, 2023 01:47:35 AM   দেশজুড়ে ডেস্ক
তেঁতুলিয়ায় পুকুর থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে আরিফুল ইসলাম (১৯) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে সকাল ১১টার সময় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামে তার নিজ বাড়ির পাশে থাকা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত আরিফুল বুড়াবুড়ি এলাকার জসিম উদ্দীনের ছেলে। সে পঞ্চগড় বিএম কলেজের ছাত্র।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিনদিন ধরে নিখোঁজ থাকলে পরিবারের লোকেরা গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) তেঁতুলিয়া মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করে। এর মাঝে শুক্রবার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণটি বিস্তারিত জানা যাবে। এদিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আরো জানান।