Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / `তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে' - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

`তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে'

November 22, 2024 06:14:26 PM   অনলাইন ডেস্ক
`তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে'

ইউক্রেনের সাবেক কমান্ডার-ইন-চিফ ভ্যালারি জালুঝনি দাবি করেছেন, চলতি বছর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। রাশিয়ার মিত্র দেশগুলোর সরাসরি ইউক্রেন সংঘাতে জড়িয়ে পড়া এই যুদ্ধের সূচনার ইঙ্গিত দেয় বলে তার মত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনস্কা প্রাভদার ‘ইউপি১০০’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই বক্তব্য দেন ভ্যালারি জালুঝনি। বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

জালুঝনি বলেন, ‘২০২৪ সালে এসে এটা স্পষ্ট হয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। রাশিয়ার স্বৈরাচারী মিত্রদের সংঘাতে সরাসরি অংশগ্রহণ এবং তাদের সমর্থন এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ।’

তিনি দাবি করেন, ইউক্রেনের ফ্রন্টলাইনে উত্তর কোরিয়ার প্রায় ১০ হাজার সেনা মোতায়েন রয়েছে। এ ছাড়া ইরানি ‘শাহেদি’ ড্রোন ব্যবহার করে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হচ্ছে।

জালুঝনি সতর্ক করে বলেছেন, ইউক্রেনের ভূখণ্ডেই যুদ্ধ বন্ধ করা সম্ভব, তবে অংশীদার দেশগুলো এ বিষয়ে পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, ‘আমাদের অংশীদারদের উচিত সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া, যাতে এই সংঘাত দেশগুলোর সীমানা পেরিয়ে ছড়িয়ে না পড়ে।’

বিশ্লেষকদের মতে, রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়া, ইরান এবং চীনের সমর্থন তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বাড়াচ্ছে। জালুঝনি আরও দাবি করেন, এসব সমর্থনের ফলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংঘাতের মাত্রা বাড়তে থাকায় বিশেষজ্ঞরা বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।