Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / তিন তলা ভবনের সামনে টিনের বেড়া, প্রবেশে বাধা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তিন তলা ভবনের সামনে টিনের বেড়া, প্রবেশে বাধা

February 15, 2025 08:35:54 PM   উপজেলা প্রতিনিধি
তিন তলা ভবনের সামনে টিনের বেড়া, প্রবেশে বাধা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর এলাকায় তিনতলা ভবনের সামনে টিনের বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। ফলে ওই ভবনের বাসিন্দা ও নিচতলায় অবস্থিত একটি এজেন্ট ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সমস্যায় পড়েছেন। স্থানীয়রা বলছেন, টিনের বেড়ার কারণে ভবনের প্রবেশপথে বাধা সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের চলাচল ও ব্যাংকিং কার্যক্রম ব্যাহত করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেনুপুর বজলুর রহমান স্কুলের পাশ দিয়ে দেওয়ার বাজার-বেনুপুর আঞ্চলিক সড়কটি চলে গেছে। দীর্ঘদিন ধরে ওই সড়কে যানবাহন চলাচল করায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। এ কারণে চলতি বছর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুলের পূর্ব পাশ দিয়ে বিকল্প সড়ক তৈরি করা হয়। তবে নতুন সড়কের অপর পাশে থাকা তিনতলা ভবনের সামনে হঠাৎ করে টিনের বেড়া দেওয়া হয়, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ভবনের মালিক গোলাম মোস্তফা শাকিল বলেন, “আমার ব্যক্তিগত মালিকানাধীন ভবনের সামনে টিনের বেড়া দিয়ে চলাচল বাধাগ্রস্ত করা হয়েছে। এতে আমার পরিবার ও ব্যাংকের কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে।”

স্থানীয় বাসিন্দাদের অনেকে বলছেন, শুধুমাত্র ভবনের সামনেই টিনের বেড়া দেওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন, সড়ক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি ভবনের প্রবেশপথ উন্মুক্ত রাখা উচিত ছিল।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বেড়া দেওয়া হয়েছে। তবে এটি কতটা সঠিক হয়েছে, সে বিষয়ে উপজেলা প্রশাসন অবগত রয়েছে।”

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহম্মেদ বলেন, “সড়ক ভেতরে রেখে ভবনের সামনে বেড়া দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসীরও চলাচলে সমস্যা হতে পারে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে সমস্যা নিরসন সম্ভব হবে। অন্যথায় এটি নিয়ে আরও জটিলতা সৃষ্টি হতে পারে।