Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / তিন বছর পেরিয়ে গেলেও ৬ পরিবারের চলাচলের প্রধান রাস্তাটি বন্ধ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তিন বছর পেরিয়ে গেলেও ৬ পরিবারের চলাচলের প্রধান রাস্তাটি বন্ধ!

July 09, 2023 06:23:27 PM   জেলা প্রতিনিধি
তিন বছর পেরিয়ে গেলেও ৬ পরিবারের চলাচলের প্রধান রাস্তাটি বন্ধ!

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীতে ৬টি পরিবারের চলাচলের মূল রাস্তাটি দীর্ঘ ৩ বছর ধরে বন্ধ রয়েছে। ফলে উল্লেখিত পরিবারের সদস্যদের চলাচলে মারাত্মক সমস্যার সমাধান হয়নি। ওই সময়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও অদ্যাবধি রাস্তাটি খোলা সম্ভব হয়নি।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, লাহিড়ী পূর্ব জামে মসজিদ সংলগ্ন গ্রামের আল মামুনসহ ৭টি পরিবার দীর্ঘদিন যাবত এ রাস্তা দিয়ে চলাচল ও কৃষি পন্য পরিবহন করে আসছিলেন। এ অবস্থায় ২০২০ সালের ২৭ জুন প্রতিবেশী মো. মোশারফ হোসেন সীমানা প্রাচীর দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন। পরবর্তিতে ভুক্তভোগী পরিবারের লোকজন রাস্তাটি খুলে দেওয়া জন্য স্থানীয় গন্যমান্য ব্যক্তি, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান, বালিয়াডাঙ্গী থানা, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। উল্লেখিত দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মোশারফ হোসেনকে রাস্তাটি খুলে দিতে অনুরোধ করলেও কাজ হয়নি।

এ বিষয়ে মোশারফ হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার জমিতে আমি রাস্তা করেছি। মামুনের মামা বিক্রি করেছে, তার কাছে আমি কিনেছি। আমাদের ২ পক্ষের মামলা মোকদ্দমা হয়েছে। রাস্তা খুলে দেওয়া হবে না। ভুক্তভোগী পরিবারের লোকজন যদি রাস্তার অংশটুকু কিনে নিতে চায় এমন প্রশ্নের জবাবে মোশারফ হোসেন বলেন, রাস্তা খুলে দেওয়া সম্ভব না। কোটি টাকা দিলেও রাস্তা খোলা হবে না। আপনার কাছে একটা প্রয়োজনীয় জিনিস যদি আমি নিতে চাই, তাহলে কি আমি আপনাকে মারধোর করলে আপনি সেই জিনিসটা আমাকে দিবেন?

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, এ বিষয়ে জেনেছি। বালিয়াডাঙ্গী সহকারী কমিশনার (ভূমি) কে ঘটনাস্থলে পরিদর্শনে পাঠানো হবে। তারপর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।