Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে: দুলু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে: দুলু

November 16, 2024 07:06:59 PM   জেলা প্রতিনিধি
তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে: দুলু

নাটোর সংবাদদাতা:
বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গতানুগতিক রাজনীতির বাইরে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করছে। সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন, বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে।

শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় মাধনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, “দেশের অর্থনীতিকে আওয়ামী লীগ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। তারপরও আমরা সরকারের প্রতি আহ্বান জানাব- ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার একটি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বিএনপি সরকারকে সমর্থন করছে। তবে জনগণের দুঃখ-দুর্দশার সময়ে সরকার যদি তাদের পাশে না দাঁড়াতে পারে, তাহলে জনগণের দুর্দশার শেষ থাকবে না।”

মাধনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান আনছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু ও সাইদুর রহমান বিটলের পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা থানা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।