Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বিদেশে থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে তারেক : রাসেল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিদেশে থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে তারেক : রাসেল

August 03, 2023 07:50:17 PM   জেলা প্রতিনিধি
বিদেশে থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে তারেক : রাসেল

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল বলেছেন- ১৯৯৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যাকান্ডের মধ্য দিয়ে দেশে একটি কলঙ্কিত অধ্যায় রচনা করা হয। সেই ১৫ আগস্টে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ঘাতক জিয়াউর রহমান। ঘাতক জিয়াউর রহমানকে অনুসরণ করে তার ছেলে তারেক রহমান, ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে আরেকটি ন্যাক্কারজনক হত্যাকান্ড সংঘটিত করেন কুলাঙ্গার এ তারেক রহমান। এখন সে বিদেশের মাটিতে বসে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করে যাচ্ছে।

বৃহস্পতিবার(৩ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার এলাকার গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকান্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও ২১ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড এবং পলাতক আসামী তারেক রহমানকে দেশে এনে বিচারের দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে সভাপতির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেছেন তিনি।এসময়, হত্যাকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও তারেক রহমানকে দ্রুত দেশের মাটিতে এনে বিচার কার্যের দাবি জানান এ নেতা। 
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন আহমেদ শান্ত বাবু, মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য মোঃ দেলোয়ার হোসেন দেলু, বাসন থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ হালিম মন্ডলসহ অন্যন্যা নেতৃবৃন্দরা। গাজীপুর মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ও কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে চান্দনা চৌরাস্তায় এসে শেষ হয়।