
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো ‘তারুণ্যের উৎসব-২০২৫’। এর অংশ হিসেবে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের সম্পৃক্ত করা এবং তাদের মাঝে উদ্যমী চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই বিশেষ আয়োজন।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল তরুণ-তরুণী, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দৌড়ে অংশ নিয়ে তারা দেখিয়ে দেন তাদের অদম্য শক্তি ও আত্মবিশ্বাস। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, আনসার ও ভিডিপি টিআই মাসুদ পারভেজ, পিসি জুবাইদুলসহ অন্যান্য স্থানীয় কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।
আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজন শুধু দৌড় প্রতিযোগিতা নয়; এটি নতুন প্রজন্মকে শারীরিক সুস্থতা, সামাজিক ঐক্য এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা দিতে অনুপ্রাণিত করবে। তরুণদের উজ্জীবিত করতে এবং জাতীয় উন্নয়নের অগ্রযাত্রায় তাদের ভূমিকা নিশ্চিত করতে ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।