Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / তারুণ্যের শক্তি জাগ্রত করতে মেহেরপুরে তারুণ্য সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তারুণ্যের শক্তি জাগ্রত করতে মেহেরপুরে তারুণ্য সভা

February 20, 2025 09:01:21 PM   অনলাইন ডেস্ক
তারুণ্যের শক্তি জাগ্রত করতে মেহেরপুরে তারুণ্য সভা

মেহেরপুর প্রতিনিধি:
“তারুণ্যের শক্তি, আনবো মোরা মুক্তি” -এই স্লোগানকে ধারণ করে মেহেরপুর জেলায় তারুণ্য সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভার প্রতিপাদ্য ছিল: "আসন্ন সংকট মোকাবিলা ও নতুন বিশ্বব্যবস্থা বিনির্মাণে তারুণ্যের ভূমিকা"। সভায় সমাজ পরিবর্তন ও জাতি গঠনে তারুণ্যের ভূমিকা এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে বিশদ আলোচনা হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া অঞ্চলের সভাপতি মো. জসেব উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সভাপতি মো. শাহারুল ইসলাম এবং কুষ্টিয়া অঞ্চলের নারী নেত্রী জেরিন সাইয়ারা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সভাপতি মো. হাশমতউল্লাহ। সভার সভাপতিত্ব করেন মোছা. আইরিন সুলতানা (মুন)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুর জেলা অনলাইন প্রচার সম্পাদক মো. হামিদ ইবনে হায়াত (অনিক)।

IMG_20250219_155017_478
 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে একটি কাঙ্ক্ষিত শান্তিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব। যুবসমাজের চেতনা জাগ্রত হলেই সুবিচারপূর্ণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে।" তিনি বলেন, তরুণদের হাতেই রয়েছে সমাজের পরিবর্তন এবং শান্তি প্রতিষ্ঠার চাবিকাঠি। পাশাপাশি তিনি তরুণদের উদ্দেশে একটি সঠিক আদর্শ ধারণের আহ্বান জানান।

বিশেষ অতিথি মো. শাহারুল ইসলাম বলেন, "তরুণরা জাতির প্রাণ। তাদের মধ্যে যে অমিত শক্তি রয়েছে, তা সঠিকভাবে কাজে লাগালে দেশের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আসবে।" নারী নেত্রী জেরিন সাইয়ারা তরুণীদের সমাজে গঠনমূলক ভূমিকা নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, "নারী ও পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তরুণীদের এগিয়ে আসতে হবে সমাজ গঠনে।"

অনুষ্ঠানে উপস্থিত তরুণরা তাদের ভাবনা ও বুদ্ধিদীপ্ত প্রশ্ন উপস্থাপন করেন। তারা সমাজ পরিবর্তন, শান্তি প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা কেমন হওয়া উচিত তা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। বক্তারা ভবিষ্যৎ জাতি গঠনে তরুণদের আদর্শ অনুসরণ ও সঠিক দিকনির্দেশনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সভায় বিশেষভাবে উল্লেখ করা হয়, তরুণ প্রজন্মের চেতনায় উদ্দীপনা জাগ্রত হলেই একটি সুবিচারপূর্ণ ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।