Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ত্রিশালে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ত্রিশালে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

February 02, 2023 06:51:09 PM   দেশজুড়ে ডেস্ক
ত্রিশালে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন ভ্যানচালক মিলন মিয়া (২৪)। উপজেলার ধানীখোলা চরকুমারিয়া গ্রামের বাসিন্দা তিনি। তবে অপরজনের নাম জানা যায়নি, তিনি ট্রাকের হেলপার।  

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ভোরে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক হঠাৎ বৈলর মহাসড়কে বিকল হয়ে যায়। শ্রমিকরা বিকল ট্রাকটি মেরামত এবং মালামাল আনলোড করার জন্য বিকল ট্রাকের পাশে দাঁড়িয়ে ছিলেন।  

এ সময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ট্রাকের হেলপার ও এক ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান।  

ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।