Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ত্রিশালে ধর্মীয় উগ্রপন্থীদের কাণ্ড: প্রথমে তওবা পড়ানো, পরদিন কুপিয়ে যখম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

ত্রিশালে ধর্মীয় উগ্রপন্থীদের কাণ্ড: প্রথমে তওবা পড়ানো, পরদিন কুপিয়ে যখম

June 13, 2023 12:45:35 AM   দেশেরপত্র ডেস্ক
ত্রিশালে ধর্মীয় উগ্রপন্থীদের কাণ্ড: প্রথমে তওবা পড়ানো, পরদিন কুপিয়ে যখম

ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের ত্রিশালে ধর্মব্যবসার বিরোধিতা করায় মো. রতন নামে এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। সোমবার (১২ জুন ২০২৩ইং) সকাল সাড়ে ৯টার দিকে ত্রিশালের বালিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, মো. রতন (৪০) দীর্ঘদিন ধরে বালিপাড়া বাজারে নিজ দোকান থেকে পশু চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ধর্মের অপব্যবহার, ধর্ম নিয়ে অপরাজনীতি ও ধর্মের বিনিময়ের বিরোধি মনোভাবের কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি উগ্রধর্মীয় সংগঠনের নেতা আনোয়ার হোসেন ও তার সাঙ্গপাঙ্গদের সাথে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে গত রবিবার (১১ জুন ২০২৩) আনোয়ার হোসেনের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা রতনকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে নেয়। এ সময় চেয়ারম্যানসহ উগ্র ধর্মীয় নেতারা তাকে বিভিন্ন অপবাদ দিয়ে তাকে বিভিন্নভাবে সাশিয়ে জোড়পূর্বক তওবা করায় এবং সকলের নিকট ক্ষমাপ্রার্থনা করতে বলে। এদিকে এর পরের দিন সোমবার সকালে বাড়ি থেকে চিকিৎসালয়ে যাওয়ার পথে একটি ধর্মীয় রাজনীতির সাথে জড়িত একই এলাকার বাসিন্দা ওলিউল্লাহ অলি (২৭) তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ইসলাম ধ্বংস করার জন্য কাজ করিসসহ ইত্যাদি অপবাদ দিতে থাকে। এসময় তিনি সেখান থেকে যেতে চাইলে তাকে পথরোধ করে ওলিউল্লাহ তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে ওলিউল্লাহ পালিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রতনের শরীরে ১৯ বার কোপানোর চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বাদলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।