Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / তিস্তায় ৪৮ ঘণ্টার কর্মসূচিতে প্রথম দিনে লাখো মানুষের ঢল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তিস্তায় ৪৮ ঘণ্টার কর্মসূচিতে প্রথম দিনে লাখো মানুষের ঢল

February 17, 2025 07:54:17 PM   উপজেলা প্রতিনিধি
তিস্তায় ৪৮ ঘণ্টার কর্মসূচিতে প্রথম দিনে লাখো মানুষের ঢল

হাতীবান্ধা সংবাদদাত, লালমনিরহাট:
তিস্তার পানিবণ্টন চুক্তি এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামে একটি সংগঠন ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা করেছে। 'জাগো বাহে তিস্তা বাঁচাই' স্লোগানে এ কর্মসূচি শুরু হয় এবং প্রথম দিনেই লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে তিস্তা ব্যারাজ এলাকায়। দেশের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প, তিস্তা ব্যারাজ এলাকা হয়ে উঠেছে এবারের আন্দোলনের কেন্দ্রবিন্দু।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এই ৪৮ ঘণ্টার কর্মসূচি চলবে টানা। এর মধ্যে তিস্তার বুকে মঞ্চ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে চলবে নানা সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা, এবং তিস্তার অবস্থা সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে নানা প্রচারণা। প্রাথমিকভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোক তিস্তা ব্যারাজ এলাকায় আসতে শুরু করেছে।

কর্মসূচির মূল উদ্দেশ্য হলো তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা। জানা গেছে, আজ সোমবার ও আগামী মঙ্গলবার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধাসহ তিস্তার তীরবর্তী ১১টি স্থানে লাখ লাখ মানুষ অবস্থান করবেন। এই কর্মসূচির অংশ হিসেবে তারা রাতে হাজার হাজার মশাল জ্বালাবে, যার মাধ্যমে তিস্তার সংকট বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে।

এছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে, স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য, জনমত সৃষ্টি করা, এবং সরকারের কাছে তিস্তা নদী রক্ষা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো। আন্দোলনকারীরা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে তিস্তার সংকটের ব্যাপারে টেকসই সমাধান আদায় করতে পারবেন।

কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, যিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, "তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে সরকারের উদাসীনতা বন্ধ করতে হবে। আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব এবং যতদিন না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, ততদিন আমাদের কর্মসূচি চলতে থাকবে।"

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা জানিয়েছেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, "এই কর্মসূচির মাধ্যমে তিস্তার পানি সমস্যা নিয়ে সরকারের অবহেলার বিরুদ্ধে জনমত গঠন করা হবে এবং সরকারকে আন্দোলনের মাধ্যমে চাপে ফেলা হবে।"

তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান রাজীব প্রধান বলেন, "বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসছে এবং আমাদের কর্মসূচি শুরু হয়েছে। সবাই একত্রিত হয়ে এই আন্দোলনকে সফল করার জন্য প্রস্তুত। আমাদের লক্ষ্য একটাই—তিস্তা নদী রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া।"

এছাড়া, তিস্তা নদী রক্ষা আন্দোলনের সদস্যরা জানান, এটি শুধুমাত্র একটি কর্মসূচি নয়, বরং একটি বৃহৎ সামাজিক আন্দোলন যাতে এলাকার মানুষ তাদের নিজস্ব সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন এবং সরকারের কাছে তাদের দাবি তুলে ধরতে চাচ্ছেন।

এই কর্মসূচির পরবর্তী দিনগুলোতে আরও বড় আকারে আন্দোলন হবে বলে আশাবাদী সংগঠনের নেতারা। তারা আশা করছেন, জাতীয় এবং আন্তর্জাতিক মহলে তিস্তা নদীর সংকট নিয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদী সমাধান বের করার জন্য সরকার বাধ্য হবে।

কর্মসূচির বিষয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান নেতারা জানান, আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এই আন্দোলন যতদিন না সফল হয়, ততদিন তাদের কর্মসূচি চলতে থাকবে।