
নরসিংদী সংবাদদাতা:
ত্রি-বার্ষিক সম্মেলন করে নরসিংদী সদর প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সদর থানার আফজাল মনির চরে আয়োজিত নৌকাভ্রমণ ও বার্ষিক বনভোজনকালে আয়োজিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট নরসিংদী সদর প্রেস ক্লাবের কার্যকারী কমিটি গঠিত হয়। সম্মেলনে সভাপতি শাহ মো. কাউছার হোসাইন পুরাতন কমিটির বিলুপ্ত ঘোষণা করেন। আলোচনার মাধ্যমে ৪ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, সাপ্তাহিক দেশ সন্দেশ পত্রিকা প্রকাশক ও সম্পাদক মু. নাছিবুর রহমান খান, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম, আজরাফ টিপু, প্রবীণ সাংবাদিক ডা. রমজান আলী প্রমানিক, দৈনিক সময়সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হামিদুল হক আহাদ সমীর।
কমিটি অত্যন্ত নিরপেক্ষতার সাথে গোপন বৈঠকের মাধ্যমে ব্যাপক আলোচনা করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির ৫ জন সদস্যদের নাম সকলের উপস্থিতিতে ঘোষণা করে। পরে সর্বসম্মতিক্রমে তা সিদ্ধান্ত আকারে গৃহীত হয়।
নিবাচিত কমিটির সম্মানিত সদস্যরা হলেন, সভাপতি শাহ মো, কাউছার হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মো. ফজলুল হক চৌধুরী খোকা, সাধারণ সম্পাদক মাসুদরানা বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক অহিদ সরোয়ার চৌধুরী শাহীন।