Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩

September 15, 2022 05:18:44 AM  
দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩

নিজস্ব সংবাদদাতা:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গতকাল র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‍্যাব-১০ জানায়, কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৩,৪৫৩ (তিন হাজার চারশত তিপ্পান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- বদল আহম্মদ (৫৭), ছমেরা আক্তার (২৬) ও রশিদা আক্তার (২৮)। আটককৃত ইয়াবার মূল্য দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শত টাকা।এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‍্যাবকে জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।