
দিনাজপুরের খানসামা উপজেলায় একই রশিতে গলায় ফাঁস দেওয়া মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ঘরে একটি চিঠি পাওয়া গেলেও, হাতের লেখা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার রাত ১০টার দিকে খানসামা উপজেলার আরাজী যুগিরঘোপা গ্রামের রেনুপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুজাতা রায় (২৪) ও তার ছয় বছর বয়সী মেয়ে নীলাদ্রি রায়। সুজাতা ওই এলাকার ভক্ত রায়ের স্ত্রী এবং ভক্ত রায় পেশায় দর্জি।
খানসামা থানার ওসি নজমুল হক জানান, বুধবার সন্ধ্যার পর পরিবারের সদস্যরা সুজাতা ও নীলাদ্রির মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃত্যুর স্থান থেকে একটি দুই পৃষ্ঠার চিঠি উদ্ধার হয়েছে, যাতে লেখা ছিল যে তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে চিঠির হাতের লেখা মৃতদেরই কিনা, তা নিশ্চিত হতে হবে পরীক্ষার মাধ্যমে।
এদিকে, সুজাতার পরিবার দাবি করছে যে এটি একটি পরিকল্পিত হত্যা। তাদের মতে, ঘটনা পরবর্তী সময় থেকে নিহতের স্বামী ভক্ত রায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।
ওসি নজমুল হক আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।