Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

March 13, 2025 12:11:42 AM   অনলাইন ডেস্ক
দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের দুই আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন রোখসানা খাতুন (২৫) ও তার তিন বছরের শিশু কন্যা রাহিমা খাতুন। রোখসানা খাতুন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী।

বুধবার (১২ মার্চ) দুপুরে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোখসানা খাতুন তার বাবার বাড়ি বেড়াগ্রাম থেকে স্বামীর বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পাকরাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মিনি ট্রাক (বগুড়া-ড-১১-২০১২) অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

স্থানীয়রা রোখসানা খাতুনকে গুরুতর আহত অবস্থায় দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।