
ডিজার হোসেন বাদশা:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ভোর রাতে একই মোটরসাইকেলে চারজন মিলে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ট্রাক্টরের পেছনে ধাক্কা খেয়ে বাবা-ছেলেসহ তিন আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে একই মোটরসাইকেলের অপর এক আরোহী।
বুধবার (৩১ মে) ভোর রাতে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের তাঁতিপাড়া এলাকায় সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, পঞ্চগড়ের বোদা পৌরসভার তিতোপাড়া এলাকার বাবা আলমাস আলী, ছেলে তৌহিদুল ইসলাম, রযব আলীর ছেলে আমিন শেখ। এ ঘটনায় রযব আলীর আরেক ছেলে সালেকুর রহমান রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, ভোর রাতে দেবীগঞ্জের লক্ষীরহাট এলাকা থেকে তৌহিদুলের শ্বশুরের মৃত্যুর সংবাদ পেয়ে বোদা থেকে প্রতিবেশী দুই মামাতো শ্বশুরকে সাথে নিয়ে এক মোটরসাইকেল করেই বের হয় বাবা-ছেলে। একসময় তারা দেবীগঞ্জের তাতিপাড়া এলাকায় পৌছালে গাছের গুড়ি বহনকারী একটি মাহেন্দ্রের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তৌহিদুল ও আমিন শেখ মারা যায়। এদিকে আহত অবস্থায় আলমাস আলী ও সালেকুরকে রংপুর মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলী মৃত্যুবরণ করে।
দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। অন্যদিকে আহত দুজনকে রংপুরে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।