Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / দুমকিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুমকিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

February 25, 2025 08:03:26 PM   উপজেলা প্রতিনিধি
দুমকিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দুমকি উপজেলা প্রতিনিধি:
"তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার" এই প্রতিপাদ্যে দুমকি উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন দুমকি থানার ওসি মোঃ জাকির হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।