
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় ৪৫ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে কার্পাসডাঙ্গা বাজারস্থ সুবুলপুর রাস্তার ওপর থেকে দর্শনা থানার মদনা গ্রামের আনছার আলীর ছেলে আতিয়ার রহমান (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই মসলেম জানান, ৪৫ বোতল ফেনসিডিল ও ১টি রয়েল রুনার মোটরসাইকেলসহ ১ জনকে গ্রেফতার করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি সদস্যরা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা উপজেলা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করা হবে।